ক্রেইজি ফুটবল ফ্যানস্
লিখেছেন লিখেছেন ঝুলন্ত মাকড়সা ১০ জুলাই, ২০১৪, ০৯:৩৭:২৯ সকাল
গতকাল রাত থেকে ফেসবুক, টুইটার অার ব্লগে অার্জেন্টিনার কিছু পাগলা সাপোর্টারদের স্ট্যাটাস দেখলামঃ
১) "ওরে কেউ আমারে ধর...........
লাফাইতে লাফাইলে লুঙ্গি খুইলা গেলো গা
পিলিংসঃ পিপ পি পিপ"
২) "আর্জেন্টিনার সাপোর্টার্সরা তোরা কই গেলি! আয়, কোলাকুলি করি??
আমাদের জয়পুরহাটে তো বিজয় মিছিল
হচ্ছে, ফটকা-গ্যাঁটা ফুটছে!!
আহা! এতো আনন্দ লাগে ক্যারে??
আর্জেন্টাইনরা তোরা এইটা কি করলি??"
৩) "This izz why...it'Zzz Argentina..... Ummaaah.....Uff....Ki j
bolmu...vasha nai...
Purrai speechless.....Yaaaa
huuuuu........final final finaLllllll"
৪) অারেকজন তো পুরা ইমোশোনাল অাব্দুল মতিন....!! হেতে লিখছে,
"Kamon je lagetace bole bujate
parbo na.
Annundo atotai bashi je chok diya
pani bar hoye jaytace.
Best of luck Messi &ARGINTINA
TEEm"
৫) অন্য অারেকজন অতিশয় ভদ্র ফ্যামিলির সুপুত্র লিখছে,
"Brazil ar maire abba guler
dibba...abar dek final a ki
kore....!!!"
৬) অন্যজন তো দেশটাই নিজের করে নিছে। হেতের ইস্ট্যাটাচ,
"Mama ki je lagthce,ay holo amr
argentina "
৭) অন্য অারেকজন ব্রাজিলের সাপোর্টারদের ঐ দেশের নাগরিকত্ব প্রদান করে গালি দিয়ে লিখছেন,
"We r success. Koi gelo Brazil ar
chapabaj ra...dyk amra win hoita
pari..togo moto na, onek keso
koisos aber boja lo "THIS IS
ARGENTINA"
৮) অারও অাছে। শুক্রবার ছাড়া অন্য কোনোদিক মসজিদের পাশ দিয়েও হাঁটে না এমন একজন লিখছে,
"অাল্লাহর কাছে একটাই প্রার্থনা। অাজকে যেনো অার্জেন্টিনা জিতে। অাজকে সারারাত নামাজ পড়ে দোয়া করবো অার্জেন্টিনা দলের জন্য"
পুনশ্চঃ এদেরকেই বলে পাগলা সাপোর্টারস্। নেইমার-মেসির কান্নার অাওয়াজ ওদের কানে পৌছায়। কিন্তু মায়ানমার, সোমালিয়া, নাইজেরিয়া প্রভৃতি দেশে ক্ষুদার্থ মুসলমানদের অাওয়াজ তারা শুনতে পায় না......!!!
একজন দরিদ্র্য ভিক্ষারীকে ১০ টাকা দিতে তাঁদের মন কাপে অথচ একটা হারাম খেলা নিয়ে হাজার হাজার টাকা খরচ করলেও তাঁদের কিছু হয় না......!!!
রাতের বেলা ১২ রাকঅাত তাহাজ্জুদ নামায পড়ার সময় তাঁদের নেই। কিন্তু সারারাত ধরে খেলা দেখার সময় ঠিকই অাছে।
এমন পাব্লিক খুঁজে পাওয়া দুষ্কর হবে না- যাঁরা খেলার দেখার জন্য সেহরি অথবা ফজরের জামঅাত্ এমনকি ফজরের নামায পর্যন্ত মিস করেছেন.....!!!
হায়রে বাঙালী......!!!
হাড়িতে চাল নাই, মাংসের দোকানে ঘুরাঘুরি করে.....
অাফসোস.....!!
বিষয়: বিবিধ
১০৭২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ব্রাজিল / আর্জেন্টিনা / জার্মানীর বেশীর ভাগ মানুষই জানে না যে বাংলাদেশ বলে একটা দেশ আছে । জানলেও এটা জানে না যে সেটা কোথায় ?
মন্তব্য করতে লগইন করুন